জেলা

বিধানসভা উপনির্বাচনের শুরুতেই একের পর এক বুথে ইভিএম খারাপ

আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। ভোটগ্রহণ হচ্ছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে। শান্তিতে ভোট করাতে চার কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যেই একের পর এক বুথে ইভিএম বিভ্রাট শুরু হয়েছে। ইভিএম খারাপের খবরে সমস্যা পড়েছেন ভোটাররা। লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকায় সকাল থেকে ভোট দিতে এসেছেন রায়গঞ্জের ভোটাররা নানা বুথে। এদিকে একের পর এক জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ আসতে শুরু করেছে। তার মধ্যে নদিয়া দক্ষিণের হবিবপুর বিন পাড়া প্রাথমিক বিদ্যালয় একটি বুথে ইভিএম খারাপ থাকায় ভোটারদের লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে। মানিকতলা কেন্দ্রের ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলে মক পোলিংয়ের সময় ইভিএম লক হয়ে যায়। ফলে ভোট দিতে এসে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৭০ নম্বর বুথে ইভিএম খারাপ হয় সকালেই। ভোটগ্রহণ শুরু করা যায়নি। মক পোলের পর ইভিএম খারাপ দেখা দেয়। ইভিএম লক হয়ে গিয়েছে বলে খবর।