ভোট পরবর্তী অশান্তি’ মামলায় হাইকোর্টের গড়ে দেওয়া সিটের প্রধান হলেন কলকাতা এবং বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। আজ জানানো হল সিটের চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুর। ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্ট জানিয়েছিল খুন-ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ অপরাধগুলি দেখবে সিবিআই এবং অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ মামলার জন্য সিট গঠন করে তদন্ত করা হবে। আজ সিটের মাথায় বসানো হল মঞ্জুলা চেল্লুরকে। ১০ দক্ষ আইপিএস আধিকারিক রয়েছেন বিশেষ তদন্তকারী দলে। যারা রাজ্যের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। সেই দলের চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুর। ভোট-পরবর্তী হিংসা মামলায় তদন্তে তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। তদন্তকারী দলে একজন দক্ষ আইপিএস আধিকারিক রয়েছেন। পাঁচটি ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে তাদের। রাজ্যের ভোটের পর হওয়া অশান্তির তদন্তে নামছে এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম।