দেশ

কর্ণাটকের বিজেপি প্রার্থী তালিকায় বাদ ৫২ জন প্রভাবশালী নেতা, টিকিট না পেয়ে দল ছাড়ছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

কর্ণাটক বিধানসভা নির্বাচনের মুখে ফাটল বিজেপি শিবিরে। টিকিট না পেয়ে বিজেপি ছেড়েছেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি। কর্ণাটকের ঘরোয়া সমীকরণে এই লক্ষ্মণ সাভাদি ইয়েদুরাপ্পা-ঘনিষ্ঠ বলেই পরিচিত। টিকিট না পেয়ে ক্ষোভে তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন। এক সাংবাদিক বৈঠকে সাভাদি জানিয়েছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করব।’ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর, শুক্রবার থেকে কাজ শুরু করবেন বলেই সাভাদি জানিয়েছেন। আথানি থেকে তিনবার বিধায়ক হয়েছেন সাভাদি। ২০১৮ সালের নির্বাচনে তিনি তৎকালীন কংগ্রেস প্রার্থী মহেশ কুমাথাল্লির কাছে হেরে গিয়েছিলেন। কংগ্রেসের আরও অনেকের সঙ্গে কুমাথাল্লি পরে বিজেপিতে যোগ দেন। আর, কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের পতন ঘটাতে এবং ২০১৯ সালে বিএস ইয়েদুরিয়াপ্পার অধীনে সরকার গঠনে কুমাথাল্লি সহায়তা করেছিলেন। এবারের নির্বাচনে দল কুমাথাল্লিকেই টিকিট দিয়েছে। এই কুমাথাল্লি আবার সাভাদির চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি বিধায়ক রমেশ জারকিহোলির ঘনিষ্ঠ সঙ্গীও।