খেলা

প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম

প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। আজ, বৃহস্পতিবার দুপুর ২ টা ৫ মিনিট নাগাদ সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতীম এই ফুটবলার। ১৯৫৬ সালের অলিম্পিকস ফুটবল দলের শেষ জীবিত সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে পিকে-চূনী-বলরাম ত্রয়ী যুগেরও অবসান হল। ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার হিসাবে সুখ্যাতি ছিল তাঁর। উত্তরপাড়ার বাড়িতেই থাকতেন তিনি। প্রবাদপ্রতিম এই প্রাক্তন ফুটবলারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রীড়ামহলে। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালে রাজ্য সরকারের তরফে তুলসীদাস বলরামকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়।