কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা মন্তব্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিতের প্রার্থীপদ খারিজ করার দাবি জানাবে তৃণমূল কংগ্রেস। একটি টুইট করেছে তৃণমূল। সেখানেই বিজেপি প্রার্থীকে বলতে শোনা গিয়েছে, মমতা ব্যানার্জির মৃত্যুঘন্টা বেজে গিয়েছে। এই মন্তব্যেই তীব্র আপত্তি তৃণমূলের। সমালোচনায় সরব হয়েছে তাঁরা। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা গণতন্ত্রের লজ্জা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, বিজেপির সংস্কৃতি দ্রুত রপ্ত করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।