মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের অসুবিধে হতে পারে বলে, খোলা জায়গায় মাইক বাজানো, স্লোগান-চিৎকার নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা ও পুলিশের বারণ উপেক্ষা করে বক্স বাজিয়ে বিজেপি দলীয় কর্মসূচি পালন করল বলে অভিযোগ। দুয়ারে সরকারের জনপ্রিয়তা দেখে জনবিচ্ছিন্ন বিজেপি হঠাৎ ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি শুরু করেছে। আর তা করেছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন। যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। বিজেপির এই দলীয় কর্মসূচিকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রশাসনের এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত, যাতে প্রকাশ্যে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অনুমতি না দেওয়া হয়। এই অভিযোগের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাফাই, ছোট বক্স বাজানো হয়েছে, মাইক ব্যবহার হয়নি। জানা গেছে, কানাইপুর শ্রীগুরু হাইস্কুল সংলগ্ন এলাকায় শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি হয়। সুকান্ত তাতে একটি মঞ্চে বসে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ করেন। বিজেপি সভাপতি নিজে মাইক্রোফোন নিয়ে উপস্থিত মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। তাঁরাও মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করেন। এসবের মাঝেই মাইক্রোফোন নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব জয় শ্রীরাম ধ্বনি তোলে। এই অনুষ্ঠান নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ মাইক বন্ধ করার কথা বললেও পুলিশের সামনেই বক্স বাজিয়ে বিজেপি কর্মসূচি পালন করে বলে অভিযোগ।