তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি। ইতিমধ্যে ৫০০ পাতার একটি রিপোর্ট তৈরি করেছে এথিক্স কমিটি। সেই রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের বিষয়ে লোকসভার এথিক্স কমিটি সুপারিশ করেছে বলে সূত্রের খবর। কিন্তু, বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক বসবে। তার আগে বুধবার রাতেই কমিটির রিপোর্ট কীভাবে প্রকাশ্যে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন খোদ মহুয়া। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের বিষয়ে এথিক্স কমিটির রিপোর্টের খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ। টুইটে তিনি এথিক্স কমিটিকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন, “আগামিকাল কমিটিতে রিপোর্ট পেশের আগেই সেটি প্রকাশ হয়ে গিয়েছে। ঠিক যেমন লোকপাল সিদ্ধান্তের কথা অন্য কেউ ঘোষণা করেন।” টুইটের শেষে সব ইনস্টিটিউশনকে ‘বাই-বাই’ বলে লিখেছেন মহুয়া মৈত্র, যা বিশেষ তাৎপর্যপূর্ণ।