দেশ

গভীর রাতে অমৃতসরে শের শাহ সুরি মার্গে ‘ঠাকুর দওয়ারা’ মন্দিরের বাইরে হামলা !

মন্দিরের বাইরে জোরাল বিস্ফোরণ ৷ শুক্রবার গভীর রাতে অমৃতসরের শের শাহ সুরি মার্গে ৮৩ নম্বর ওয়ার্ডের ‘ঠাকুর দওয়ারা’ মন্দিরের বাইরে বিস্ফোরণ হয় ৷ দুই হামলাকারী মোটরসাইকেলে এসে বোমার মতো জিনিস ছুঁড়ে মন্দিরে হামলা চালায় বলে জানা গিয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর না-মিললেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ বিস্ফোরণের গোটা ঘটনাটি এলাকার সিসিটিভিতে ধরা পড়েছে । সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারীকরা ৷ বিষয়টির তদন্তও শুরু করা হয়েছে ৷ বিষয়টি সম্পর্কে পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার বলেন, “আমরা গভীর রাতে খবর পেয়েছি যে খান্ডওয়ালা এলাকার একটি মন্দিরে দুই যুবক হামলা চালিয়েছে ৷ যার সিসিটিভি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে । আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি ৷ অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে।” পুলিশ কমিশনার ভুল্লার আরও জানান, সিসিটিভিতে দেখা গিয়েছে, দুই ব্যক্তি মোটরবাইকে এসে হামলা চালিয়ে পালিয়ে গিয়েছে ৷ যাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । পুলিশের দাবি, প্রায় নিয়মিত পাকিস্তানি সংস্থাগুলি গরিব পরিবারের যুবকদের এই ধরনের কাজ করার জন্য উস্কানি দিচ্ছে । আগের ঘটনাগুলিতে, এটাও স্পষ্ট হয়ে গিয়েছে, আইএসআই এই সব কাজে মূলত দরিদ্র পরিবারগুলিকেই লক্ষ্য করছে । পুলিশ কমিশনার এদিন পরিবারগুলিকে সতর্কও করেছেন ৷ তিনি এও জানান, কারও প্রভাবে বা অর্থের লোভে এইসব কাজ যেন না-করেন সাধারণ মানুষ ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই যুবক মোটরবাইকে করে এসেছিল । তারা কিছুক্ষণ মন্দিরের বাইরে দাঁড়িয়ে ছিল ৷ এরপর মন্দিরের দিকে কিছু ছুঁড়ে মারে। সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মন্দিরের সামনে ব্যাপক বিস্ফোরণ ঘটে। হামলার পর পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । আক্রমণকারীরা মন্দিরের প্রথম তলায় একটি বোমা ছুঁড়ে মারে ৷ এর ফলে মন্দিরের প্রথম তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।