সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর থানার ভিতরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক সাব ইন্সপেক্টর সহ তিন জন পুলিশ কর্মী। জানা গিয়েছে, থানার ভিতরে রাখা পুরনো মোবাইলের ব্যাটারি থেকেই বিস্ফোরণটি ঘটেছে। এর জেরে বহরমপুর থানা চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।