বিদেশ

আফগানিস্তানে ঠাণ্ডায় মৃত্যু ২০ জনের, শীতের কামড়ে শেষ ৪ হাজার গৃহপালিত পশু

কনকন ঠাণ্ডায় কাঁপছে আফগানিস্তান। হঠাৎ করেই আফগানিস্তান জুড়ে তাপমাত্রার পারদ নীচে নামতে শুরু করেছে। যার জেরে আফগানিস্তানে ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় বাগদিস প্রদেশে কমপক্ষে ৪ হাজার গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে খবর। জানা যায়, হেরাট প্রদেশে প্রচণ্ড ঠাণ্ডায় জমে গিয়ে রাস্তার উপর মৃত্যু হয় এক ব্যক্তির। হেরাট প্রদেশ থেকে ওই ব্যক্তি ইরানে পাড়ি দিতে যান। ইরানে অবৈধভাবে পাড়ি দিতে গিয়েই রাস্তার উপর ঠাণ্ডায় জমে মৃত্যু হয় ওই ব্যক্তির। তালিবান সরকার ক্ষমতায় আসতেই আফগানিস্তানের মানুষ চরম দুর্দশার মুখে পড়তে শুরু করেন। তার মাঝে এই রকমের কনকনে ঠাণ্ডার জেরে ওই দেশ থেকে একের পর একজনের মৃত্যুর খবর আসতে শুরু করেছে।