বিদেশ

চরম খাদ্য সংকটে পাকিস্তান! সাহায্য চেয়ে মোদিকে ফোন পাক প্রধানমন্ত্রীর

চরম খাদ্য সংকট পাকিস্তান। দেশের বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। খাদ্য সামগ্রীর গাড়ি দেখলেই পিছু নিচ্ছে বুভুক্ষু মানুষ। বেশিরভাগ রেশন দোকান বন্ধ। বিদ্যুতের অভাবে জলের পাম্প চালানো যাচ্ছে না অনেক জায়গায়। ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। দেশের এই পরিস্থিতির জন্য লজ্জিত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ  । দেশের এই পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের জন্য দেশে দেশে ঘুরে হাত পাতছেন শাহবাজ শরীফ। এমনকি সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। খাদ্য সংকট তীব্র আকার ধারণ করছে পাকিস্তানে। সমস্যা মেটাতে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গিয়েছেন সংযুক্ত আরব আমির শাহী। সেখানে গিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। পাক প্রধানমন্ত্রী খোলাখুলি বলেন, “পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আমি লজ্জিত। আমি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছি। আমার এইটা ভেবে খারাপ লাগছে যে আমাদের দেশের হাতে পরমাণু বোমা আছে। অথচ ভাঁড়ারে চাল-গম নেই।”  তিনি বলেন, “ভারতের সঙ্গে আমরা তিনবার যুদ্ধ করেছি। আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে আগ্রহী। আমাদের দুই দেশের মধ্যে কথা শুরু হওয়া দরকার। আমরা যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরই ঠিক করতে হবে আমরা কী দেশকে ফের যুদ্ধের দিকে ঠেলে দেব নাকি মুখোমুখি বসে কথা বলে একে অপরকে সহায়তা করব।”