কলকাতা

ফের সেক্টর ফাইভে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ, গ্রেফতার ৩৫

আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস। সেক্টর ফাইভের একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৩৫জনকে গ্রেফতার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সূত্রে খবর, বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে সল্টলেকের সেক্টর ফাইভের আর্গো টাওয়ারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখানে ১০০৫ নম্বর ঘরে কৃষ্ণ ইনফোটেক নামের একটি ভুয়ো সংস্থা চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেখান থেকে ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বহু সংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, রাউটার সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। সূত্রে খবর, এই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা সহ একাধিক দেশের নাগরিকদের ফোন করতো। সেখানে সেই নাগরিকদের নিজেদের ইন্সুরেন্স সংস্থার কর্মী বলে পরিচয় দিত এই প্রতারকরা। এইভাবে তাদের ইন্সুরেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রা হাতিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের মূল পান্ডা কৃষ্ণ শর্মা সহ ৩৫ জনকে সেই অফিস থেকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে পেশ করা হয়।