ফের রাজারহাটে ভুয়ো কলসেন্টারের খোঁজ পেল পুলিশ। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১০ জনকে। ইতিমধ্যেই ওই ভুয়ো কলসেন্টারটি বন্ধ করে দিয়েছে পুলিশ। রাজারহাটে রমরমিয়ে বেআইনি কারবার চালাচ্ছিল সংস্থাটি। বিদেশ থেকে হাতিয়ে নেওয়া হত টাকা। অভিযান চালিয়েছিল বিধাননগর সাইবার থানার পুলিশ। জানা গিয়েছে, ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকা, জার্মানি, পর্তুগাল সহ একাধিক দেশের বাসিন্দাদের ফোন করে টেকনিক্যাল সাপোর্টের কথা বলা হত। বিশ্বাসযোগ্যতা বাড়াতে বেশ কিছু বড় সংস্থার নাম করে ফোন করা হত বলেও দাবি পুলিশ কর্তাদের। এরপর বলা হত ‘লোকাল বিটকয়েন্স’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। এরপরই তাদের ওয়েবসাইট https://localbitcoins.com/ একসেস দিয়ে বিদেশি নাগরিকদের কম্পিটারের রিমোর্ট কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিত এই প্রতারকরা। আর এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা পাঠালেই বিদেশীদের কম্পিউটারের ‘রিমোট অ্যাকসেস’ পেয়ে যেত অভিযুক্তরা। এভাবেই চলত প্রতারণা। দিনের পর দিন এভাবেই চালানো হত কারবার। হাতিয়ে নেওয়া হত বিদেশীদের টাকা। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছিল বিধাননগর সাইবার থানার পুলিশ। তারপর চালানো হয় তল্লাশি। অভিযান চালানো হয় ওই ভুয়ো কল সেন্টারে। ১০ জনকে গ্রেফতার করার পাশাপাশি একাধিক কম্পিউটর, মোবাইল ও ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে।