জেলা

কোচবিহারের মাথাভাঙায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭

জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা। ঘটনায় আহত হন উভয়পক্ষের ৭ জন ৷ গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন আহম্মদ হোসেন ও পঞ্চায়েত মিঁয়ার পরিবারের মধ্যে বিবাদ চলছে ৷ সেই বিবাদের জেরে এদিন এক পক্ষ জমিতে চাষ করতে গেলে লাঠি এবং অস্ত্র নিয়ে মাথাভাঙা-শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের উপর মারামারি শুরু হয় দু’পক্ষের । এই ঘটনায় মহিলা-পুরুষ উভয়েই আহত হন । অভিযোগ, আহম্মদ হোসেন ও তাঁর পরিবার লাঠি, বল্লম নিয়ে জমি দখল করতে গেলে বাধা দেওয়া হয় । পাল্টা পঞ্চায়েত মিঁয়ার পরিবারের উপর চড়াও হয় অপরপক্ষের লোকজন । তাঁদের জমির সমস্ত নথি থাকা সত্বেও জোর করে জমিতে চাষ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত মিঁয়ার। মারধরের ফলে তাঁদের ৭ জন আহত হন । মিজানুর রহমান ও আতিয়ার রহমান বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।