দেশ

কৃষি বিল ফড়েদের হাত থেকে মুক্তি দেবে চাষিদের: অমিত শাহ

লোকসভায় কৃষি বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানান , এই প্রস্তাবিত আইনগুলি কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাঁদের বিভিন্ন বাধা অতিক্রম করতে সাহায্য করবে ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷ আজ বেশ কয়েকটি টুইটের মাধ্যমে তিনি কৃষকদের অবদানের প্রশংসা করেন ৷ টুইটে তিনি লেখেন , দেশ তার পরিশ্রমী কৃষকদের জন্য গর্বিত ৷ যারা জাতির সম্পদ ও সমৃদ্ধি নিজেদের কাঁধে বহন করে । তিনি কৃষি বিল পাশের জন্য মোদি সরকারকে কৃতজ্ঞতা জানান ৷ তিনি এও লেখেন , এই প্রথমবার কেন্দ্রে এমন একটি সরকার রয়েছে , যারা কৃষকদের ক্ষমতায়নের জন্য দিন-রাত এক করে কাজ করে চলেছে ৷ আর সেক্ষেত্রে বৃহস্পতিবার লোকসভায় যুগান্তকারী কৃষি সংস্কার বিল পাশ একটি “অভূতপূর্ব পদক্ষেপ” ৷ মোদি সরকারের এই বিল কৃষিক্ষেত্রে পরিবর্তন আনবে , কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাদের অন্যান্য বাধা অতিক্রম করতে সাহায্য করবে । এই বিলগুলি কৃষকদের পণ্য বিক্রির নতুন সুযোগ দেবে। তাঁদের আয় বাড়বে ৷ মোদি সরকারের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কৃষি সংস্কার বিল কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাঁদের স্বাবলম্বী করে তুলবে ৷