দেশ

মমতাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন ফারুখ আবদুল্লা ৷ শনিবার এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ কারণ হিসেবে ফারুখ আবদুল্লা জিনিয়েছেন, তিনি জম্মু-কাশ্মীরের জন্য কাজ করে যেতে চান ও সক্রিয় রাজনীতিতেই থাকতে চান ৷ বিবৃতিতে বর্ষীয়ান এই রাজনীতিবিদ লিখেছেন, “বিরোধী শিবিরের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম প্রস্তাব করায় আমি সম্মানিত ৷ বিরোধী শিবিরের নেতাদের কাছ থেকেও আমি এবিষয়ে সমর্থন পেয়েছি ৷” এরপর তিনি লিখেছেন, “বিষয়টি নিয়ে আমি আমার পরিবার ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি ৷ যেভাবে আমাকে সমর্থন জানানো হয়েছে দেশের সর্বোচ্চ এই পদের পদপ্রার্থী হিসেবে তাতে আমি সম্মানিত ৷ “