মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট ধাক্কা খেল ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন টিকা। আমেরিকায় জরুরি প্রয়োগের জন্য অনুমোদন চেয়ে আবেদন করেছিল ভারতের এই টিকা প্রস্তুতকারী সংস্থা। কিন্তু তাদের আবেদন খারিজ করে দিয়েছে আমেরিকার ফুড ও ড্রাগ প্রশাসন। ভারত বায়োটেকের মার্কিন পার্টনার ওকুজেন ইনক সংস্থাকে বায়োলজিক্স লাইসেন্সের জন্য অতিরিক্ত তথ্য-সহ আবেদন করার জন্য বলা হয়েছে। মার্কিন সংস্থা বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, কোভ্যাক্সিনের জন্য মার্কিন প্রশাসনের নির্দেশ মতো বায়োলজিক্স লাইসেন্সের জন্য আগে আবেদন জানাবে। এফডিএ যে পদ্ধতিতে অনুমতি নেওয়ার কথা বলেছে সেটাই এবার করবে মার্কিন সংস্থা। তবে তার আগে আর টিকার জরুরি প্রয়োগের জন্য আবেদন করবে না তারা।