খেলা

ভারতীয় ফুটবলের জন্য সুখবর, অবশেষে নির্বাসনমুক্ত এআইএফএফ

অবশেষে ফিফার নির্বাসনমুক্ত হয়ে গেল ভারতীয় ফুটবল। শুক্রবার রাতের দিকে ইমেলে এই খবর জানিয়ে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত ১৬ অগস্ট ফেডারেশনকে নির্বাসনে পাঠিয়েছিল ফিফা। ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ভারতের মাটিতেই হবে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ।  সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি (সিওএ) সরে যেতেই ফিফার কাছে ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি লিখে এই আর্জি জানিয়েছেন এআইএফএফ-এর কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর। ইতিমধ্যেই ফুটবল হাউসে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ২ সেপ্টেম্বর নির্বাচন। এরপর এআইএফএফ-এ নতুন কমিটি গঠন করা হবে। আর তাই শেষ পর্যন্ত ফুটবল হাউসের উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা।