দেশ

IAF’s Jaguar Fighter Jet Crashes : ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান জাগুয়ার, প্রাণ গেল দুই পাইলটের 

ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান ৷ রাজস্থানের চুরু এলাকায় বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ৷ বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলা হয়েছে, এই ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের প্রাণ গিয়েছে ৷ স্বজন হারানো পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ এর আগে ১২ জুন আমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ৷ সেই ঘটনায় প্রায় ৩০০ জনের প্রাণ গিয়েছে ৷ এরপর আরও বেশ কয়েকটি অসামরিক বিমানে বিভ্রাটের ঘটনা ঘটেছে ৷ এবার দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ৷ ঘটনার পর থেকেই তৎপর জেলা প্রশাসন ৷ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন চুরু জেলার কালেক্টর অভিষেক সুরানা এবং জেলা পুলিশের সুপার জয় যাদব ৷ দুর্ঘটনার কথা স্বীকার করে কালেক্টর জানিয়েছেন, প্রশাসনের বেশ কয়েকজন কর্তাদের নিয়ে তাঁরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন ৷ উদ্ধারের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ বিমান ভেঙে পড়ার খবর পেতেই আশপাশের গ্রাম থেকে বহু স্থানীয় বাসিন্দা দুর্ঘটনাস্থলে এসে ভিড় করেন ৷ তাঁদের নিয়ন্ত্রণ করতে বিরাট পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে ৷ গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে ৷ প্রশাসনের আধিকারিক এবং পুলিশ কর্মী ছাড়া আর কাউকেই কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না ৷ ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে ৷ মাস তিনেক আগে 2 এপ্রিল গুজরাতের জামনগরে বায়ুসেনা ঘাঁটির কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমান ৷ সেই ঘটনায় প্রাণ গিয়েছিল পাইলটের ৷ এবার আবার ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমান ৷ গুজরাতের ঘটনার পর বায়ুসেনার তরফে বিবৃতি জারি করা হয়েছিল ৷ সেখানে বলা ছিল, রাতের দিকে বায়ুসেনানর পাইলট এবং আরও কয়েকজন যুদ্ধবিমান নিয়ে রওনা দিয়েছিলেন ৷ ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে যুদ্ধবিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে ৷ পাইলট শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়াবার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু কাজের কাজ হয়নি ৷