বিদেশ

ওয়াশিংটনে পার্টির মাঝে চলল গুলি, মৃত ১, আহত ২০

ওয়াশিংটনে একটি আউটডোর পার্টিতে প্রথমে বিবাদ থেকে শুরু হয়ে তা পৌঁছে যায় গুলির লড়াইয়ে। আর সেই ঘটনায় অন্তত কুড়ি জন আহত ও একজনের নিহত হওয়ার খবর সামনে এসেছে। এক পুলিশ আধিকারিকও জীবনপণ লড়াই চালাচ্ছেন বলে জানা গিয়েছে। ঘটনায় নিহত হয়েছে ১৭ বছরের এক কিশোর। স্থানীয় সময় মধ্যরাতের পর এই ঘটনা ঘটে। একটি পার্টিতে সকলে মিলে জড়ো হয়েছিলেন। সেখানে প্রথমে বিবাদ সৃষ্টি হয়। এবং তারপরেই অনেকে বন্দুক বের করে গোলাগুলি ছুঁড়তে থাকেন বলে অভিযোগ। এই গুলিবৃষ্টির কারণ অবশ্য এখনও পুলিশের অজানা।