বিনোদন

করোনায় প্রয়াত বিধু বিনোদ চোপড়ার বড় ভাই বীর চোপড়া

কিংবদন্তী অভিনেতা দিলীপকুমারের প্রয়াণের খবরের রেশ কাটতে না কাটতেই আরও এক মৃত্যু সংবাদে শোকের পরিবেশ বলিউডে। প্রয়াত পরিচালক বিধু বিনোদ চোপড়ার বড় ভাই বীর চোপড়া। করোনায় আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। বীর চোপড়া বিধু বিনোদের সঙ্গে কাজ করেছেন ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘ব্রোকেন হর্সেস’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো একাধিক বলিউড ছবিতে। জানা গিয়েছে, বীর চোপড়ার মৃত্যু হয়েছে গত ৫ জুলাই। মালদ্বীপে থাকাকালীলই তাঁর করোনার সংক্রমণ হয়। এরপর মুম্বই ফিরিয়ে এনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২১ দিন আইসিইউ-তে ছিলেন তিনি। গত ৬ জুলাই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।  বিধু বিনোদ চোপড়ার একাধিক ছবিতে ‘স্ক্রিপ্ট ডক্টর’ (যে কোনও সিনেমা বা ধারাবাহিকের চিত্রনাট্য পড়ে তার পর্যালোচনা করেন)-এর ভূমিকায় কাজ করেছিলেন। বীর চোপড়ার স্ত্রী সাউন্ড ডিজাইনার নমিতা নায়েক চোপড়া। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে – অভয় চোপড়া। বীর ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছিলেন ‘ফেরারি কি সাফারি’, ‘পরিণীতা’, ‘মিশন কাশ্মীর’, ‘করিব’ ছবিতে।