কলকাতা

অবশেষে মাঝেরহাট ব্রিজের ছাড়পত্র মিলল, সেতু চালু করতে পারে রাজ্য সরকার, জানাল রেল

অবশেষে মাঝেরহাট ব্রিজ নিয়ে জটিলতা কাটল। কাজ শেষ হয়ে গেলেও রেলের অনুমতি না মেলায় সেতু উদ্বোধন করা যাচ্ছে না বলে বৃহস্পতিবার রেলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা মানতে নারাজ রেল। শুক্রবার রেলকে মাঝেরহাট ব্রিজের সেফটি সার্টিফিকেট দিল পূর্ত দপ্তর। তার পরিপ্রেক্ষিতে আজ দ্রুত পূর্ব রেলের তরফে মাঝেরহাট ব্রিজ নিয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হল। কাজ শেষ হয়ে গেলেও রেলের অনুমতি না মেলায় সেতু উদ্বোধন করা যাচ্ছে না বলে বৃহস্পতিবার রেলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা মানতে নারাজ রেল।  উল্লেখ্য, বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজ চালু করা নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজ্য সরকারের দাবি ছিল, রেলের প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায় ব্রিজের কাজ ৯ মাস আটকে রয়েছে। তার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, পূর্ত দপ্তরের তরফে সেফটি সার্টিফিকেট জমা করেনি। তাই চূড়ান্ত ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। তারপরই শুক্রবার নবান্ন বন্ধ থাকলেও দপ্তর খুলে বিশেষ সার্টিফিকেট তৈরি করে রেলকে পাঠিয়ে দেওয়া হয়। আর তৎক্ষণাৎ পূর্ব রেলের তরফে আজই ব্রিজের চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হল। ফলে ব্রিজ চালু করা নিয়ে আর কোনও বাধা রইল না।