গতকাল শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য চলে। আজ সোমবার থেকে শুরু হল স্বাভাবিক নিয়েমে ফের এর পথ চলা। তবে এখনকার চিত্রটা একটু আলাদা। করোনা মোকাবিলায় বদলে গিয়েছে মেট্রোয় চড়ার বেশ কিছু বিধি। মানতে হচ্ছে কিছু নিষেধাজ্ঞাও। যেমন, পাসের মাধ্যমে আগে থেকে সিট বুক করতে হবে যাত্রীদের। অনলাইনে সেই পাস জোগাড় করতে হবে। ‘পথদিশা মেট্রো অ্যাপ’ কিংবা কলকাতা মেট্রোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই পাসের জন্য আবেদন করা যাবে। রবিবার রাত আটটা থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়। সেখানে সংশ্লিষ্ট যাত্রীকে তাঁর নাম, কোন স্টেশন থেকে উঠবেন এবং কোথায় নামবেন, তা জানাতে হবে। পাশাপাশি ১ ঘণ্টার নির্দিষ্ট স্লট বাছতে হচ্ছে। ওই সময় ট্রেন খালি থাকলে সঙ্গে সঙ্গে ই-পাস অনুমোদন করবে রেল। সময় ভেদে ওই বিশেষ রংয়ের ই-পাস দেখিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে। কেবল স্মাট কার্ড গ্রাহকরাই মেট্রো চড়তে পারবেন। কারণ, করোনা মোকাবিলায় টোকেন দেওয়া আপাতত বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। আজ সোমবার দমদম থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৮টায়। প্রথমদিন মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল খুবই কম। এক যাত্রী তো বলেই দিলেন, এত ফাঁকায় মেট্রোয় আগে কোনওদিন চাপিনি। যাবতীয় সুরক্ষা বিধি মেনেই যাত্রীরা মেট্রো স্টেশনে প্রবেশ করছেন। প্রবেশের মুখেই খতিয়ে দেখা হচ্ছে ই-পাস। যা অনেকেই গতকাল রাতে প্রযুক্তিগত বাধাকে অতিক্রম করেই সংগ্রহ করেছেন। এই ই-পাস চেকিংয়ের পরই স্টেশনগুলিতে মিলছে প্রবেশের অনুমতি। সেই সঙ্গে চলছে থার্মাল গান দিয়ে দেহের তাপমাত্রা পরীক্ষা। দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। দেখা গেল এতদিন পর মেট্রো চলাচলের শুরু হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা।