কলকাতা

সরকারি কর্মীদের জন্য সুখবর, করম পুজো উপলক্ষে বাড়তি ছুটির ঘোষণা

 পুজোর মাস সেপ্টেম্বরকে সামনে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল নবান্ন ৷ ওই মাসের শুরু থেকেই ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷ আগামী ৩ সেপ্টেম্বর করম পুজো ৷ সেই উপলক্ষে ওইদিন রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৷ ফলে দুর্গাপুজোর আগে আরেকদিন ছুটি পেয়ে খুশির হাওয়া রাজ্য সরকারি দফতর এবং রাজ্য পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্যে ৷ বুধবার রাজ্যের অর্থ দফতরের তরফে একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বর করম পুজোর দিন সব সরকারি অফিস, পুরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং বোর্ড ও নিগমগুলি ছুটি থাকবে ৷ তবে, জরুরি পরিষেবা যেমন পুলিশ, দমকল ও বিদ্যুৎ দফতরের কর্মীদের ছুটি থাকবে না ৷ উল্লেখ্য, করম পুজো মূলত পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য লোকউৎসব ৷ ভালো ফসলের কামনা করে প্রতি বছর এই উৎসব পালন করা হয় ৷ বহু আদিবাসী কর্মীর পক্ষে ওইদিন কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে ৷ সেই বাস্তবতা মেনেই ২০২৩ সাল থেকে করম পুজোকে সেকশনাল ছুটির স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার ৷ এ বছর আরও একধাপ এগিয়ে পাকাপাকিভাবে ৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৷ এই ছুটি চা-বাগানের আদিবাসী শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ৷ তবে, ব্যতিক্রম হিসেবে ওইদিন খোলা থাকবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স ও স্ট্যাম্প রেভিনিউ কালেক্টরের দফতর ৷