জেলা

করোনা বিধি না মানায় ১৩ জন প্রার্থী ও নেতার বিরুদ্ধে এফআইআর, ৩৩জনকে শোকজ

আদালতে তীব্র ভর্ৎসনার পর নড়েচড়ে বসল  নির্বাচন কমিশন। করোনা বিধি না মানার কোপে পড়লেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী ও নেতা। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। একই সঙ্গে শো-কজের নোটিসও গিয়েছে ৩৩ জন নেতা-নেত্রীর কাছে। শুক্রবার বিকেলে কমিশনের ফুল বেঞ্চ একটি ভিডিও কনফারেন্স করেন। সেখানে যোগ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, এডিজি আইনশৃঙ্খলা জগমোহন, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার অশ্বিনীকুমার সিং, দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে। ওই বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনার কোভিড বিধি কঠোরভাবে পালনের নির্দেশ দেন। বিধি অমান্য করলে ‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫’ মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। রাতে কমিশন সূত্রে জানানো হয়, বিভিন্ন জেলায় ১৩ জন প্রার্থী ও নেতার বিরুদ্ধে এনডিএমএ’র ৫১বি ধারায় এফআইআর হয়েছে। ৩৩ জনকে শো-কজ করা হয়েছে। পাশাপাশি এদিনের বৈঠকে বোমা উদ্ধারের উপরও বিশেষ জোর দিতে বলেছেন কমিশনার। সপ্তম ও অষ্টম দফার ভোট যথাক্রমে ২৬ এবং ২৯ এপ্রিল। আজ, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ ও কলকাতা বন্দরের সব বুথে ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করছে কমিশন।