জেলা

এইমসে চাকরির নামে টাকা আত্মসাৎ! বিজেপি বিধায়ক মুকুটমণি-র বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ ভুক্তভোগী-র

এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ কাঠগড়ায় নদিয়ার বিজেপি নেতা তথা রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ৷ অজিত ঘোষ নামে এক যুবকের দাবি, একুশের বিধানসভা ভোটের আগে তাঁর সঙ্গে মুকুটমণির আলাপ হয়েছিল ৷ সেই সময়েই ওই বিজেপি নেতা তাঁকে এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ বদলে নিয়েছিলেন আড়াই লক্ষ টাকা ৷ কিন্তু, তারপর থেকে এখনও পর্যন্ত কোনও চাকরি পাননি অজিত ৷ মেলেনি চাকরির জন্য দেওয়া ঘুষের টাকাও ৷ অজিতের অভিযোগ, এই বিষয়ে কথা বলার জন্য মুকুটমণির সঙ্গে বহুবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই বিধায়কের বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন অজিত ৷ তবে, এই বিষয়ে মুকুটমণি এখনও পর্যন্ত মুখ খোলেননি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযোগ ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে হবিবপুরে এসেছিলেন মুকুটমণি অধিকারী। সেই সময় কল্যাণী এইমসে গ্রুপ-সি নিয়োগে ১০ লক্ষ টাকা এবং গ্রুপ-ডি নিয়োগে ৮ লক্ষ টাকা দাবি করা হয়। দোকান বিক্রি করে আড়াই লক্ষ টাকা দেন তিনি। এর পরই বিজেপি বিধায়ক যোগাযোগ বন্ধ করে দেন বলে দাবি করেছেন অজিতবাবু।  বিজেপি বিধায়ক এই প্রসঙ্গে বলেন, অভিযোগ সবৈব মিথ্যা। বিজেপির হাজার হাজার কর্মীকে নানাভাবে ফাঁসানো হচ্ছে। আমার বিরুদ্ধেও ভুয়ো কেস দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ৪টি কেস হয়েছে। এইসব করে বিজেপিকে রোখা যাবে না। নদিয়ায় তৃণমূলের কংগ্রেসের প্রবেশ নিষিদ্ধ। অভিযোগকারীকে ব্যক্তিগত ভাবে চিনি না। পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।