কলকাতা

‘মুখে অনেকে অনেক কথা বলে, প্রমাণ করুক!’ অভিষেককে পাল্টা জবাব শুভেন্দুর

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে৷ শুক্রবার বিকেলে ইডি দফতর থেকে বেরিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফোনে কথোপকথনের প্রমাণও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছিলেন অভিষেক৷তৃণমূল সাংসদের এই চাঞ্চল্যকর অভিযোগের জবাব দিলেন শুভেন্দু অধিকারী৷ তাঁর পাল্টা দাবি, ‘মুখে অনেকেই অনেক কিছু বলতে পারে৷ প্রমাণ করতে দিন৷’  ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন, ‘কয়লা পাচার কাণ্ডে যিনি মূল অভিযুক্ত, যিনি দ্বীপরাষ্ট্রে গিয়ে লুকিয়ে আছেন, তার সঙ্গে আট মাস আগে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে৷ শুভেন্দু অধিকারী তাকে বলেছিলেন, আমি তোমার কেসটা দেখে দেব৷ আমি যদি মিথ্যে কথা বলি, তাহলে শুভেন্দু অধিকারী কালকেই আমার নামে আদালতে মামলা করুক৷ ওই ফোনের কথোপকথনের অডিও ক্লিপ আমি বিচারপতির সামনে দিয়ে দেব৷’ অভিষেকের এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, ‘তিনি প্রমাণ জমা দিতেই পারেন করতেই পারেন৷ বিনয় মিশ্রের সঙ্গে ওনার কী সম্পর্ক সবাই জানে৷ উনি বিনয় মিশ্রকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক করেছিলেন৷ আমার ফোন নম্বর সবাই জানে৷ আমার ফোন থেকে কথা হয়েছে প্রমাণ করতে দিন৷ মুখে অনেকে অনেক কথা বলে৷’