জেলা

টাকা নিয়ে টিকা দেওয়ার অভিযোগ পেয়েই বিএমওএইচ-কে সাসপেন্ড, দায়ের এফআইআর

এবার করোনার টিকা আত্মস্য়াত্‍ করে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যভবনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শনিবার উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিকের (বিএমওএইচ) বিরুদ্ধে বেআইনিভাবে করোনার টিকা বিক্রির অভিযোগ উঠল। ঘটনাটির অভিযোগ পাওয়ার করার পর প্রচন্ড ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর ওই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে সাসপেন্ড করতে নির্দেশ দেন স্বাস্থ্য সচিবকে।গতকাল রাতেই ছোট জাগুলিয়ার স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায়ের বিরুদ্ধে টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অভিযোগ মাত্র ৬০০ টাকার বিনিময়ে তিনি সরকারের দুয়ারে টিকার সুবিধা পাইয়ে দিচ্ছিলেন।