দেশ

একনাথ শিণ্ডেকে নিয়ে কৌতুকের জের! কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ! বিপাকে কমেডিয়ান কুণাল কামরা ৷ এবার তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় মামলা দায়ের করল শিবসেনা ৷ রবিবার খার এলাকার ‘দ্য হাবিতাত’ নামক একটি কমেডি ক্লাবে অনুষ্ঠান করেন কুণাল ৷ অভিযোগ, সেই অনুষ্ঠানে একনাথ শিন্ডে ও মুম্বই পুলিশকে নিয়ে রসিকতা করেন তিনি ৷ সেই সঙ্গে একটি গানও করেন কমেডিয়ান ৷ অভিযোগ, সেই গানে শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন কুণাল ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ভাইরাল হতেই মুম্বইয়ের যে হোটেলে কুণাল কামরা কৌতুক অনুষ্ঠানে ‘আপত্তিকর মন্তব্য’ করেন, সেখানে ভাঙচুর চালান শিবসৈনিকরা ৷ এরপর কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে খার থানায় অভিযোগ দায়ের করেন শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেল ৷ এমআইডিসি থানার এক পুলিশ কর্তা জানান, শিবসেনা বিধায়কের সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যয় সংহীতার 353(1)(b) ও 356(2)-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয় কুণালের বিরুদ্ধে ৷ পাশাপাশি হোটেলে ভাঙচুড়ের ঘটনায় শিবসেনা যুব শাখার সাধারণ সম্পাদক রাহুল কানাল-সহ বাকি কর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, কুণালের অনুষ্ঠানের সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত ৷ ক্যাপশনে লেখেন, “কুণাল কি কামাল… জয় মহারাষ্ট্র” ৷ তাঁর সেই পোস্টের পর শিবসেনা শিন্ডে শিবির আক্রমণাত্মক হয়ে ওঠে ৷ শিবসেনা সাংসদ নরেশ মাস্কে রীতিমতো হুমকির সুরে বলেন, “দেশ ছাড়তে বাধ্য হবেন কুণাল ৷ সাপের লেজে পা দিয়েছেন তিনি ৷ এর ফল তাঁকে পেতেই হবে ৷” সেই সঙ্গে তাঁর অভিযোগ, টাকা দিয়ে একনাথ শিন্ডে ও তাঁর সমর্থকদের অপমান করার জন্য কুণালকে ভাড়া করে নিয়ে আনা হয়েছে ৷ অন্যদিকে, হোটেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান শিবসেনা (উদ্ধব শাখা) বিধায়ক আদিত্য ঠাকরে ৷ এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্টও করেন তিনি ৷

https://twitter.com/rautsanjay61/status/1903825389279228272