পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পছে চাঞ্চল্য। কী ভাবে জঞ্জালের স্তূপে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।বুধবার সন্ধ্যায় হঠাৎ করে ধোঁয়ায় ছেয়ে যায় পার্কস্ট্রিট মেট্রো স্টেশন চত্বর। দেখা যায় ভয়াবহ আগুন গ্রাস করেছে স্টেশন সংলগ্ন এলাকাকে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মেট্রো স্টেশনের ৬ নম্বর গেটের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তৎপর দমকল বাহিনী এবং পার্কস্ট্রিট থানার পুলিশ। দমকল সূত্রে খবর, দু’টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এদিকে এই অগ্নিকাণ্ডের ফলে মেট্রো চলাচল ব্যাহত হয়নি ।