রাণীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাংলা মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আগুন লাগে মঙ্গলবার সকালে। জানলা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন। ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন, সোমবার রাত অবধি ব্যাংকের কাজকর্ম চলছিল। তারপর সকালে আগুন লাগার খবর মেলে। কী কারণে আগুন লাগল সেই নিয়ে ধন্দে রয়েছেন ব্যাংকের কর্মচারীরাও। দমকল জানাচ্ছে, ব্যাঙ্কের জানলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেই খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। একেই ঘিঞ্জি এলাকা, তার ওপরে আগুন বেশি ছড়িয়ে পড়ায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আগুনের উত্সস্থল খুঁজতেই অনেক সময় লাগে। ব্যাংকের জানলা, দরজা ভেঙে আগুন নেভানোর কাজ চলছে। আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক দমকলকর্মী।