আজ সকালে দিল্লি এইমসে আগুন আতঙ্ক। সকালবেলা হঠাৎই আগুন লেগে যায় AIIMS-এর ডিরেক্টরের অফিসে। আগুন নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় ৭টি ফায়ার টেন্ডার। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার ভোর ৫টা ৫৮ মিনিটে এইমস হাসপাতাল থেকে প্রথম আগুন লাগার খবর আসে। প্রায় সঙ্গে সঙ্গেই দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লেগেছিল পরিচালক ভবনের দ্বিতীয় তলায় অফিসে৷ সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়৷ জানা গিয়েছে, আসবাবপত্র ও ফ্রিজ থেকে আগুন লাগে বলে খবর। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।