সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মহম্মদ আলি পার্কের কাছে তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে আগুন। দাউদাউ করে আগুন ধরে যায় ট্যাঙ্কারটিতে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দিলে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এদিন আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে থাকা একটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে গাড়ির চালকের। ট্যাঙ্কারটিতে চালক ছাড়াও আর কেউ ছিলেন কি না তা জানা যায়নি। তেলের ট্যাঙ্কারে আগুন (fire) লাগায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মোট ১০টি ইঞ্জিন মিলে আগুন নেভানোর কাজ চালিয়ে যায়। এরপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় অবশেষে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। শেষমেশ সকাল সাতটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।