দেশ

এবার দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন, দাঁড়িয়ে পড়ল ট্রেন

এবার দুরন্ত এক্সপ্রেসের একটি বগির নীচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। তাতে আতঙ্ক ছড়িয়ে পনে যাত্রীদের মধ্যে। আজ, সোমবার সকালে রাজবাঁধ স্টেশনের কাছে এই ঘটনায় আলোড়ন পড়ে যায়। ট্রেনের চাকায় আগুন লাগার জেরেই ধোঁয়া বের হয়েছে বলে রেল সূত্রে খবর। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘনা দুর্ঘটনা এবং ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় মানুষ এমনিতেই আতঙ্কে রয়েছে। তার উপর দুরন্ত এক্সপ্রেসের মতো সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন দেখা যাওয়ায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। আপ দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনায় যাত্রীরা ছোটাছুটি করতে শুরু করে দেন। কিছুদিন আগেই কাঁকসার রাজবাঁধে দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। এবার আবার ঘটল সেই রাজবাঁধ স্টেশনের কাছেই। দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনায় বিরক্ত যাত্রীরা। তাঁদের বক্তব্য, ‘‌এত টাকা ভাড়া দিয়ে টিকিট কেটেও যদি সুরক্ষা না পাওয়া যায় তাহলে আর কী করতে হবে!‌ প্রাণের তো কোনও ক্ষতিপূরণ হয় না। এটা সম্পূর্ণ রেলের গাফিলতি। ট্রেন ছাড়ার আগে কেন পরীক্ষা করা হয় না?‌ মানুষের জীবন নিয়ে রেল ছেলেখেলা করছে। এভাবে চলতে পারে না।’‌