কলকাতা

বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে আগুন

বাইপাসের সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল মেডিকাতে আগুন। হাসপাতালের পিছনের দিকে যেখানে মর্গ রয়েছে, সেখানেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়ার ভয়ে রোগিদের অন্যত্র সরিয়ে ফেলা হয়। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানা গিয়েছে।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে আচমকাই কালো ধোঁয়া বের হতে দেখেন হাসপাতালে কর্মরত কর্মীরা।  তাঁরা দেখেন, মর্গের কাছে স্টোর রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগলে যে ধোঁয়া বের হয় সেটা যাতে হাসপাতালে না ঢোকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা হাসপাতাল ক্যাম্পাসে হয়েছে কিন্তু হাসপাতাল বিল্ডিংয়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদিও ওই স্টোর রুমে রয়েছে গোটা হাসপাতালের এসির লাইন। তাই সে কথা মাথায় রেখে দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে। ওই স্টোর রুমের কাছেই রয়েছে জরুরীবিভাগও।