বুধবার রাতে উত্তর প্রদেশের এটাওয়াতে দিল্লি দ্বারভাঙা এক্সপ্রেসে আগুন লাগে। ঠিক তার ৮ ঘন্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ড ট্রেনে। দিল্লি-সাহারাসা বৈশালী এক্সপ্রেসে আগুন লাগে রাত ২টা নাগাদ। জানা গিয়েছে, আচমকা এস-৬ কামরার যাত্রীরা কামরায় ধোঁয়ার উপস্থিতি লক্ষ্য করেন। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তৎক্ষণাৎ রেলের কর্মীদের খবর দেওয়া হলে দ্রুততার সঙ্গে ওই কামরা থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গিয়েছে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১৯ জন যাত্রী। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর বেলা ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এর আগেই সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে দিল্লি দ্বারভাঙা এক্সপ্রেসে। দিল্লি থেকে বিহার অভিমুখে যাচ্ছিল ওই ট্রেন। জানা যায়, প্রথমে একটি কামরায় এবং পরে সেখান থেকে তিনটি কামরায় আগুন ছড়ায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৮জন।