ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার ডোমজুড়ে। আজ দুপুর ১টা নাগাদ আগুন লাগে একটি থার্মোকল কারখানায়। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাড়ি এলাকার ওই কারখানাটি বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। প্রথমে একটি হলেও পরে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। সেই সময় দাউদাউ করে জ্বলছে আগুন! ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আগুনের তীব্রতায় ভেঙে পড়েছে কারখানার শেড। ফাটল ধরেছে দেওয়ালেও। কারখানাটির ভিতরে দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত রাখার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে যায়। তবে ৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকলের অনুমান। স্থানীয়দের দাবি , এই কারখানায় বাটি,গ্লাস মেশিনের মাধ্যমে তৈরি হয়। সেই মেশিন থেকেই কোনও কারণে আগুন লেগেছে। এই আগুন লাগার ঘটনা নতুন নয়। এর আগেও আগুন লেগেছিল। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এই মুহূর্তে