টালিগঞ্জের রিজেন্ট কলোনির একটি বসতবাড়িতে আগুন লাগে। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের দু’টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় রিজেন্ট কলোনির একটি বাড়িতে আচমকা আগুন লেগে যায়। এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পেয়ে খবর দেন দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীরা প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিক। ঠিক কী কারণে আগুন তা এখনও জানা সম্ভব হয়নি। খতিয়ে দেখা হচ্ছে।