কালীপুজোয় কোনও অপ্রীতিকর ঘটনা বা অগ্নিকাণ্ড এড়াতে তৎপর রাজ্য। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে রাজ্য অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর। চালু হয়েছে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম। যার ফোন নম্বর ০৩৩-২২২৭৬৬৬৬/ ২২৫২১১৬৫/ ২২৫২৬১৬৪। স্থায়ী দমকল কেন্দ্রের পাশাপাশি কালীপুজোকে কেন্দ্র করে প্রায় ২০টি অস্থায়ী দমকল কেন্দ্র বানানো হয়েছে। যেমনটি হয়েছিল দুর্গাপুজোর সময়। দমকলমন্ত্রী সুজিত বোস বলেন, কোথাও আগুন লাগলে যাতে দ্রুত সেখানে দমকল পৌঁছতে পারে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সোমবার কালীপুজোর দিন সন্ধ্যা ৬টা থেকে পর্ষদের কন্ট্রোল রুমে থাকবেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইঞা। দূষণ নিয়ন্ত্রণে নজরদারির জন্যই তিনি ওইদিন কন্ট্রোল রুমে থাকবেন বলে জানা গিয়েছে। দূষণ সংক্রান্ত অভিযোগ জানাতে হলে ফোন করতে হবে ০৩৩-২৩৩৫৮২১২/২৩৩৫৩৯১৩ এবং ১৮০০৩৪৫৩৩৯০ নম্বরে।