দমদম বিমানবন্দর সংলগ্ন কৈখালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ রং রাখার গুদামে বিধ্বংসী আগুন ৷ ঘটনাস্থলে পাঠানো হয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন ৷ ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ৷ জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ দমদম বিমানবন্দরের পাঁচিলের সন্নিকটে প্রথমে একটি রংয়ের কারখানায় আগুন লাগে। এরপর ওই আগুন দ্রুত পার্শ্ববর্তী আরও দুটি গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। উত্তেজনা ছড়িয়েছে গোটা বিমানবন্দর এলাকায়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুইটি ইঞ্জিন। কিন্তু পরে অগ্নিকাণ্ডের ভয়াবহতা বুঝে আরও ১২টি ইঞ্জিন আসে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। আগুন নেভাতে জল সরবরাহ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কারখানার দুদিক থেকে পাইপের মাধ্যমে আগুনের উৎসস্থলে জল দেওয়া হচ্ছে। যেহেতু বিমানবন্দরের পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেজন্য ঘটনার গুরুত্ব ও আতঙ্ক আরও বেশি তীব্র হয়েছে।