জেলা

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

 হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। শুক্রবার বিকেল ৫টা নাগাদ আগুন লেগে যায় প্লাস্টিক কারখানাটিতে। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন নেভাতে দমকলের আরও ইঞ্জিন আনা হচ্ছে ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলাগড়ের সন্ধিপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। স্থানীয়েরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কারখানায় প্রচুর পরিমাণে দ্রাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দ্রুত বার করে আনা হয়। দমকলের চারটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে পৌঁছয়। তারপর আসে আরও ছয়টি ইঞ্জিন। এখনও আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। তিন কিলোমিটার দূর থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। দমকল সূত্রে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে। একদিন আগেই বাউড়িয়ায় একটি জুটমিলে আগুন লেগেছিল। ফের অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।