শনিবার ভোরে মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভস্মীভূত হয়ে গিয়েছে ১১টি ঘর। কলকাতায় চিকিৎসা করাতে আসা বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ওই গেস্ট হাউসে ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল আধিকারিকদের। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতা বাংলাদেশের বাসিন্দা। নাম শামিমাতুল আফরোজ (৬০)। জানা গেছে চিকিৎসার জন্যই কলকাতায় আসেন ওই বাংলাদেশি বৃদ্ধা। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা ছিলেন তিনি। দেহ উদ্ধারের পর দেখা যায়, দেহে পুড়ে যাওয়ার ক্ষত না থাকলেও মূলতঃ শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর বলেই প্রাথমিকভাবে জানিয়েছে পুলিস। পাশাপাশি ধোঁয়ার জেরে শ্বাসরুদ্ধ হয়েই অসুস্থ হয়েছেন আরও ২জন। তাঁদের মধ্যে একজন মেহতাব আলম (৪২) বাংলাদেশের অন্যজন মইনুল হক (৩৫) মুর্শিদাবাদের বাসিন্দা। এঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, এই অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে গেস্ট হাউসটির বেশিরভাগ অংশই। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এসি মেশিন থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে দমকল আধিকারিকরা।