জেলা

কৃষ্ণনগরে কালী ঠাকুর বিসর্জনে ঝামেলা, খুন দমকল কর্মী

বুধবার রাতের কৃষ্ণনগর শহরের নেদের পাড়ার কালী ঠাকুর বিসর্জন ঘিরে ঝামেলায় খুন হয়ে গেলেন এক দমকল কর্মী। মদ্যপ যুবকদের সঙ্গে গোলমাল হয় স্থানীয় ক্লাবের সদস্যদের। অভিযোগ, ওই মদ্যপ যুবকরা ধারালো অস্ত্র দিয়ে ওই দমকল কর্মীর পায়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গিলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকাল থেকে। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।  সূত্রের খবর, নেদের পাড়ার আলিঙ্গন ক্লাবের সদস্যরা বুধবার রাতে কালী ঠাকুর বিসর্জনের জন্য শোভাযাত্রা বার করেন। সেই সময় কৃষ্ণনগর রাজবাড়ির কাছে চৌরাস্তায় এক গলিতে বসে কিছু যুবক মদ্যপান করছিল। এর ফলে রাস্তায় আলিঙ্গন ক্লাব সহ একাধিক ক্লাবের প্রতিমা রাস্তায় দাঁড়িয়ে যায়। আলিঙ্গন ক্লাবের কয়েকজন সদস্য গলিতে গিয়ে মদ্যপানের প্রতিবাদ করেন। দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়। আলিঙ্গন ক্লাবের আরও কয়েকজন সদস্য এগিয়ে আসেন। আচমকাই সেই ক্লাবের সদস্য দমকল কর্মী তুহিনশুভ্র বসুর পায়ে দা দিয়ে কোপ মারে ওই মদ্যপ যুবকরা। তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাস্তায়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।