জেলা

হাওড়া ময়দানে বিজেপির মিছিল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, চলছে বোমাবাজি ও ইটবৃষ্টি

হাওড়া ময়দানে পুলিসের দিকে বোমাবাজির অভিযোগ বিজেপির কর্মীদের বিরুদ্ধে। এদিকে মিছিলে অংশ নেওয়া এক বিজেপি কর্মীর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তা বাজেয়াপ্ত করেছে পুলিস। বিজেপি কর্মী-সমর্থকদের ঠেকানো নিয়ে ধুন্ধুমার চলছে হাওড়া ময়দানে। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীরা ইট এবং জ্বলন্ত টায়ার নিক্ষেপ করতে থাকেন। টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে পুলিস। পাশাপাশি চলছে লাঠিচার্জও। রঙ মেশানো জল কামান দিয়েও স্প্রে করা হচ্ছে। অন্যদিকে, হাওড়া ফোরশোর রোডেও বিজেপির মিছিল আটকালে তারা রাস্তাতেই বসে পরে।