কলকাতা

‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা, এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে’,  শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের

আগামী ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করবে তৃণমূল কংগ্রেস। সেদিনকেই রাজ্য জুড়ে ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে নন্দীগ্রামের বিধায়ককে চরম কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। বিজেপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের কর্মসূচি নিয়ে ফিরহাদ বলেন, ‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা। এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে। বাংলায় গণতন্ত্র আছে। বুলডোজার পাওয়ার এখানে নেই।’ গত লোকসভা নির্বাচনে বাংলায় ধরাশায়ী হয়েছে বিজেপি। সম্প্রতি হওয়া চারটি বিধানসভা উপনির্বাচনেও একই ছবি দেখা গিয়েছে। সেই নিয়েও কটাক্ষ করেন ফিরহাদ। রাজ্যের মন্ত্রী এদিন বলেন, ‘এবার তো লজ্জা পাক। বাংলায় বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। এমনকি, সারা দেশে ১২টার মধ্যে ১০টি আসনে ইন্ডিয়া জোট জিতেছে।’ এই পরিস্থিতিতে বিজেপির গণতন্ত্র বাঁচানোর কথা বলা হাস্যকর বলে দাবি করেন তিনি।