কলকাতা

ট্রামের মধ্যে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতি নিয়ে মিউজিয়াম, উদ্বোধনে ফিরহাদ হাকিম

ভারতের স্বাধীনতা সংগ্রামী ও দেশভাগের যন্ত্রণার উপর চিত্রপ্রদর্শনী নিয়ে ট্রাম। এই আস্ত ট্রামেই ফোটানো হয়েছে দেশভাগের যন্ত্রণা ও স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস। কার্যত একটি দেশভাগের ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে চলন্ত ট্রাম এনেছে রাজ্যের পরিবহন দফতর। গোটা ভারতে এই নজির নেই, প্রথম কলকাতাতেই এইধরনের ট্রাম মিউজিয়াম হাজির। ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন এই মিউজিয়াম ট্রামের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সকালেই পুরসভার অনুষ্ঠান শেষ করে ধর্মতলায় এই বিশেষ ট্রাম উদ্বোধনে করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ কন্যা প্রিয়দর্শিনী হাকিম, পরিবহন দফতরের সচিব রাজেশ সিনহা, পরিবহন দফতরের ডিরেক্টর রঞ্জন বীর কাপুর। এছারাও লন্ডন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লর্ড মেঘনাদ দেশাই, লেডি কিশ্বর দেসাই ও মল্লিকা আলুওলিয়া। আর্টস অ্যান্ড কালচারাল হেরিটেজ-এর কর্ণধার হিসেবে উপস্থিত ছিলেন তারা। পশ্চিমবঙ্গ সরকারেত পরিবহন দফতরের সঙ্গে জোটবদ্ধ হয়ে এই ট্রাম মিউজিয়াম বানিয়েছেন তারা।এক টুকরো ইতিহাস উঠে আসবে এই ট্রামে। আজ থেকেই ধর্মতলাতে আগামী ১ জানুয়ারি পর্যন্ত থাকবে এই ট্রাম। তারপর শহরের অন্য প্রান্তে যাবে প্রদর্শনীর জন্য। এর আগে ওই সংস্থা দেশভাগের উপর একটি মিউজিয়াম বানিয়েছে অমৃতসরে। এবার দেশভাগ ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে ট্রাম প্রথম কলকাতায় বানাল আর্টস অ্যান্ড কালচারাল হেরিটেজ। সংস্থার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে শান্তি মিউজিয়াম বানাবেন। মূল উদ্দেশ্যে হবে স্বাধীনতা সংগ্রামে জীবন উত্‍সর্গ করা বীরদের শ্রদ্ধার জন্য।