সাঁতরাগাছি স্টেশন জংশন, চাপ বাড়ছে গাড়ির কিন্তু রাস্তা নেই। তাই বাস টার্মিনাস রাজ্যের উদ্যোগে হলেও সেভাবে চালু করা যায় নি, কারণ পর্যাপ্ত রাস্তা নেই। তীব্র যানজট হয় প্রতিদিনই, এর মাঝেই রেলের জমি থাকায় সাঁতরাগাছির বর্তমান ব্রীজ বহরে বাড়ানো অসম্ভব কিন্তু যানজট নিয়ন্ত্রণ করাও চাপের ব্যাপার। তাই এই সমস্যার সমাধানে ও সাঁতরাগাছি বাস টার্মিনাসের রাস্তা পরিস্কারে বিশেষ উদ্যোগ নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাঁতরাগাছি বাস টার্মিনাসের এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ইতিমধ্যই গড়ফা এলাকা থেকে একটি ফ্লাইওভার হচ্ছে যা স্টেশনে পৌঁছাবে। কিন্তু টার্মিনাসে পুরোদমে চালু করে কলকাতাগামী রাস্তার যানজট এড়াতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মন্ত্রী। এদিন হাওড়া পুলিশের সিপি সি সুধাকর, হাওড়া ট্রাফিক পুলিশের কমিশনারেট, পরিবহন দফতরের সচিব সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সাঁতরাগাছি বাস টার্মিনাসে বিশেষ বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানেই তিনি জানান, রাজ্য সরকারের নজরে রয়েছে এই এলাকা। তীব্র যানজট এড়াতে একটি উড়ালপুলের চিন্তাভাবনা রয়েছে। এর আগেও এই এলাকায় উড়ালপুলের কথা চিন্তা করা হয় কিন্তু রেলের অনুমতির জন্য আটকে যায়। তাই এবার এদিনের আলোচনায় রাজ্য সরকারের জমিতে উড়ালপুল করার কথা চিন্তাভাবনা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।