ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল মধ্য কলকাতার বউবাজার এলাকার দুর্গা পিতুরি লেনে। এখন চলছিল সেই সুড়ঙ্গে কংক্রিটের কাজ। কিন্তু তার মধ্যেই আবারও ওই একই এলাকায় ১০-১২টি বাড়িতে বড়সড় ফাটল ধরল। আরও বেশ কিছু বাড়িতেও ধরেছে ফাটল। বৃহস্পতিবার সকালে সেই ফাটল আরও বাড়ছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ বাড়িগুলির ৮২জন বাসিন্দাকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। তার মধ্যেই এদিন এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি আসেন ঘটনাস্থলে। সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার বিনীত কুমার গয়াল। ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকার মাটি কাঁপছিল, ঘরবাড়ি কাঁপছিল। বুধ সন্ধ্যায় দুর্গা পিতুরি লেনের গোটা ২০ বাড়িতে আবারও নতুন করে ফাটল দেখা যায়। সময় যত গড়ায় সেই ফাটল আরও বাড়তে থাকে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। রাতের মধ্যেই ঘটনাস্থলে আসেন মেট্রো আধিকারিকরাও। এরপরেই দ্রুত ওই সব বাড়ির বাসিন্দাদের বাড়ি ছাড়ার কথা জানান। আর তার জেরেই বুধবার মাঝরাতেই ২০-২২টি পরিবার দরকারি জিনিসপত্র নিয়ে পথে নামতে বাধ্য হন। বৃহস্পতিবার সকালে দেখা যায়, দুর্গা পিতুরি লেন এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। মেট্রো রেলের কাজ চলছিল, সেটিও বন্ধ রাখা হয়েছে।