বিদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গুলি, মৃত ৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ জন নিহত হয়। তারা সবাই আরসার সদস্য বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার ক্যাম্প-৮ পশ্চিম এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্যাম্প-৮ পশ্চিমের বাসিন্দা ২৪ বছরের আনোয়ার হোসেন, ১৬ বছরের মোহাম্মদ হামিম, ক্যাম্প-১৩-এর ২৪ বছরের নুরুল আমিন ও ক্যাম্প-১০-এর মোঃ নাজিমুল্লাহ। অপরজনের পরিচয় জানা যায়নি। এই তথ্য নিশ্চিত করে ৮-এপিবিএন-এর ক্যাপ্টেন (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের দুর্বৃত্তদের গোলাগুলির খবর পাওয়া যায়। ভোরে সেই ঘটনাস্থলে পৌঁছালে সেখানে তিনটি মৃতদেহ পাওয়া যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানিয়ছেন তিনি। রোহিঙ্গারা জানিয়েছেন, ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে আরসা ও আরএসও-র মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চালানোর ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় পাঁচ জনের। এ ঘটনায় ক্যাম্প জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানা গিয়েছে।