কলকাতা

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’ পোস্টারে প্রথম গ্রেপ্তারি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীরের’ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হল বিশ্ববিদ্যালয়েরই ছাত্র সৌম্যদীপ মাহাতোকে। শিক্ষা বন্ধু সমিতির কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। আজ মঙ্গলবার ‘আজাদ কাশ্মীর’ পোস্টারের ঘটনায় শ্যোন অ্যারেস্ট দেখানো হল। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদের পোস্টার ইস্যুতে এটিই প্রথম গ্রেপ্তার। তবে এদিন তাঁকে এই মামলাতেও জামিন দেওয়া হয়েছে।  গত ১ মার্চ ওয়েবকুপার সম্মেলন ঘিরে প্রবল উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা হয়। মন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙে। মন্ত্রীর গাড়িতে ছাত্র জখমের অভিযোগও সামনে আসে। দফায় দফায় উত্তপ্ত থাকে ক্যাম্পাস। ওই দিন রাতেই শিক্ষা বন্ধু সমিতির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছিল সৌম্যদীপ মাহাতোকে।